ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক। এবার বিদ্যালয় চলবে কি করে তা নিয়ে চরম বিপাকে বিদ্যালয় কর্তৃপক্ষ। ময়নার বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের একই সঙ্গে ১৩ জন শিক্ষকের চাকরি বাতিল। চরম বিপাকে বিদ্যালয় কর্তৃপক্ষ ময়নার বলাইপণ্ডা এলাকার ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ গার্লস স্কুলের মোট ছাত্রী সংখ্যা ১৭০০ জন। শিক্ষক-শিক্ষিকা সহশিক্ষক মিলে মোট ৩৩জন। শূন্যপদ ছিল ১০ টি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর ১৩ জন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন প্রধান শিক্ষিকা মধুমিতা ভঞ্জ মন্ডল। প্রধান শিক্ষিকা বলেন, আমাদের স্কুলের ছাত্রীদের সংখ্যা অনেক, এক যোগে এত জন শিক্ষক চলে যাওয়ায় আমরা স্কুল চালাবো কি করে? এতগুলো ক্লাস নেব কি করে।কপালে চিন্তার ভাঁজ বিদ্যালয় কর্তৃপক্ষের।
0 মন্তব্যসমূহ